Homeরাজনীতিরবিবারই আত্মপ্রকাশ করবে ছাত্রদের নতুন সংগঠন!

রবিবারই আত্মপ্রকাশ করবে ছাত্রদের নতুন সংগঠন!


অভ্যন্তরীণ সব প্রস্তুতি শেষ। রাতেই হবে যত সিদ্ধান্ত এবং আগামীকালই আত্মপ্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হয়ে আসা সমন্বয়কদের একাংশের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠন। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংগঠনটির একাধিক উদ্যোক্তা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, ইতোমধ্যে সব প্রস্তুতি গুছিয়ে এনেছেন নীতি নির্ধারকরা। নেতৃত্বে কারও আসবেন সেটিও নির্ধারণের শেষ পর্যায়ে রয়েছে। শেষ হয়েছে সংগঠনটির ঘোষণাপত্র লেখার কাজও। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতো এই সংগঠনেও থাকছে শীর্ষ ৪টি পদ আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠক।

নেতৃত্বে কারা থাকছেন সে বিষয়ে সংগঠনটির উদ্যোক্তাদের একজন সাকিব আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক পদে আসতে পারেন সমন্বয়ক আবু বাকের মজুমদার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক পদে আসতে পারেন সমন্বয়ক আব্দুল কাদের।’

কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব হিসেবে আসতে পারেন বৈষম্যবিরোধী আন্দোলনের দফতর সেল সম্পাদক জাহিদ আহসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্যসচিব হিসেবে আসতে পারেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মহির আলম।

কেন্দ্রীয় কমিটির মুখপাত্র পদে আসতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আশরেফা খাতুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র পদে আসবেন ঢাবির ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী রাফিয়া রেহনুমা হৃদি।

এছাড়াও কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক পদে ঢাবি শিক্ষার্থী আল আমিন সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখ্য সংগঠক পদে আসতে পারেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসিব আল ইসলাম।

এর আগে চলতি মাসের ১৭ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। সংগঠনটির স্লোগান হবে স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত