জামায়াত ইসলামীকে উদ্দেশ করে বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেছেন, যারা মুক্তিযুদ্ধের ন্যায্যতা নিয়ে প্রশ্ন করে তাদের কী বাংলাদেশে রাজনীতি করার সুযোগ থাকা উচিত? যেই দল মুক্তিযুদ্ধে বিরোধিতা করবে সেই দল কীভাবে রাজনীতি করবে? জামায়াত আসলে মুক্তিযুদ্ধের ন্যায্যতা নিয়ে একটা প্রশ্ন ছুড়ে দিয়ে রেখেছেন বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি কর্তৃক ‘২রা মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শরীফ নুরুল আম্বিয়া বলেন, জামায়াতে ইসলামীর নেতারা ইদানিং যে বক্তৃতা করেন, সেগুলো খুবই প্রতারণামূলক। উনারা বলেন, মুক্তিযুদ্ধ যেভাবে চলেছিল, ভারতের ভূমিকা ছিল তাতে উনাদের (জামায়াত নেতা) মনে হয়েছিল পাকিস্তানিরাও ঠিক আবার যুদ্ধ যারা করেছে এরাও ঠিক। কিন্তু উনারা (জামায়াত ইসলামী) যে পলিটিক্যালি ইয়াহিয়া সরকারকে সাপোর্ট করেছিল, তা কিন্তু বলে না। রাজাকার, আল-আল-বদর বাহিনীর সঙ্গে সংযুক্ত ছিল এটা বলে না। সারা বাংলাদেশে শান্তি কমিটি গঠন করার নির্দেশনা দিয়েছিল, এটাও বলেন না।
আমরা একটা ক্রাইসিসের ভেতরে আছি বলে মন্তব্য করে তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ কী, সংস্কারের ভবিষ্যৎ কী, গণতন্ত্রের ভবিষ্যৎ কী, নির্বাচনের ভবিষ্যৎ কী, নিরাপত্তার ভবিষ্যৎ কী— সবকিছুই সংকটাপন্ন বলে মানুষ মনে করছে। এই অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট করতে পারছে বলে কেউ মনে করে না। সংস্কারের যে কথা হচ্ছে, এটা যে ঠিক পথে অগ্রসর হচ্ছে বা হতে পারবে এই ব্যাপারেও আস্থার সংকট রয়েছে।
দেশের সন্তানদেরকে পতাকার ইতিহাস জানার দরকার আছে জানিয়ে তিনি আরও বলেন, পতাকার সঙ্গে জয় বাংলা স্লোগানের একটা সম্পৃক্তি আছে। এখনকার যে পতাকা ছেলেরা দেখে তারাতো আর একাত্তরের পতাকা দেখে নাই। একাত্তরের পতাকার একটা রাজনীতি ছিল, একটা মানচিত্র ছিলো। আমাদের আবেগ অনুভূতি পতাকা তৈরি হয়েছিল। তাই আমি মনে করি, আমাদের পতাকার সঠিক ইতিহাস যেন এখানে যুক্ত করা হয়। আর এটা বাদ দিলে আসলে অনেক কিছুই বাদ দিয়ে দেওয়া হয়। আমাদের ৭ মার্চের ভাষণ খুবই গুরুত্বপূর্ণ ভাষণ। এখন থাকবে কীনা জানি না।
জাসদের সভাপতি বলেন, বঙ্গবন্ধুর অবদানটা বাংলাদেশের ইতিহাসে বা মুক্তিযুদ্ধের ইতিহাসে এমন জায়গায়, তাকে বিক্রি করে আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করা সম্ভব হয়েছে। সবার ঐক্যবদ্ধ হওয়া উচিত একটা প্লাটফর্মে। যে প্ল্যাটফর্ম এদেশের মানুষকে শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা দিতে সক্ষম হবে।
জেএসডি’র সহ-সভাপতি তানিয়া রবের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।