Homeরাজনীতি‘মব জাস্টিস’ চলতে থাকলে দেশে নৈরাজ্য বাড়বে: নুর

‘মব জাস্টিস’ চলতে থাকলে দেশে নৈরাজ্য বাড়বে: নুর


সরকার গঠনের পরও ‘মব জাস্টিস’ চলতে থাকলে দেশে স্থিতিশীলতার পরিবর্তে নৈরাজ্য বাড়বে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে তাঁর ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে নুর লেখেন, ‘সরকার গঠনের পরও মব জাস্টিস চলতে থাকলে দেশে স্থিতিশীলতার পরিবর্তে নৈরাজ্য বাড়বে। দেশে কর্মরত কূটনৈতিক ও আন্তর্জাতিক অঙ্গনে নেগেটিভ বার্তা যাবে; যা আমাদের কারও জন্যই ভালো কিছু বয়ে আনবে না।’ তিনি আরও লেখেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে ইতিবাচক মানসিকতায় আমাদের দায়িত্বশীল নাগরিকের পরিচয় দিতে হবে। মনে রাখতে হবে, দেশে নতুন কোনো সংকট তৈরি হলে অভ্যুত্থানের শক্তিসমূহই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।’

এর আগে বুধবার রাত ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্র-জনতা। মূলত গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর ভারতে অবস্থান করা শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণায় উত্তেজিত হয়ে এ ভাঙচুর চালায় ছাত্র-জনতা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত