Homeরাজনীতিভ্যাট বাড়ানো উচিত হয়নি: আমির খসরু

ভ্যাট বাড়ানো উচিত হয়নি: আমির খসরু


ভ্যাট বাড়ানো অন্তবর্তীকালীন সরকারের উচিত হয়নি মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে প্রথম দিন থেকেই দেশের অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য খাতসহ সব খাতে উন্নয়ন কাজ করা হবে।

শনিবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্ত চিন্তা বাংলাদেশের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা জরুরি। প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করে কোনও জাতি এগিয়ে যেতে পারে না। তবে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে তৈরি করতে দীর্ঘদিন যারা সহযোগিতা করেছে, তাদেরকে জাতির সামনে ক্ষমা চেয়ে পাপমোচন করতে হবে।’

শেখ হাসিনার অপরাধের সমর্থনদাতা পেশাজীবীদের ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা সরাসরি গুম-খুনে সম্পৃক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত