আগামীকাল বুধবার (১৮ ডিসেম্বর) স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি।
এদিন রাতে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে মঙ্গলবার পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়, ভারতের প্রধানমন্ত্রীর একাত্তর নিয়ে মন্তব্যসহ বিভিন্ন ইস্যু আলোচনায় আসতে পারে।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি জেনেছি আগামীকাল বুধবার স্থায়ী কমিটির বৈঠক হতে পারে। বৈঠকের বিষয়ে নির্দেশনা পেলে পরবর্তী বিষয় জানাতে পারবো।’