Homeরাজনীতি‘বিচারের আগে আ.লীগের সঙ্গে আপসের কথা বলা যাবে না’

‘বিচারের আগে আ.লীগের সঙ্গে আপসের কথা বলা যাবে না’


জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আওয়ামী লীগের বিচার করে শাস্তি দেওয়ার আগে আপসের কথা বলা যাবে না। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। 

মুজিবুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ দলটি শুধু চোরের দল নয়, এরা ডাকাত, খুনির দল। এরা জবরদখল করে সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। সুতরাং তাদের বিষয়ে কোনও আপস করা উচিত হবে না।’

তিনি বলেন, ‘১৯৭১ সালের স্বাধীনতা ছিল পরাধীনতার, এটা স্বীকার করতেই হবে। ২০২৪ এর ৫ আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছি।’

বৈঠকে বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আওয়ামী লীগ নামের সঙ্গে তাদের চরিত্র পরিবর্তন করতে অভ্যস্ত। প্রথমে জন্ম নিয়েছে আওয়ামী মুসলিম লীগ নামে, কিছুদিন পরে মুসলিম কেটে শুধু আওয়ামী লীগ। এরপর আওয়ামী লীগ বাদ, মুসলিম বাদ দিয়ে বাকশাল করেছে। আবার কিছুদিন পর আওয়ামী লীগ। জন্মের পর থেকে যারা চারবার নিজেদের নাম পরিবর্তন করে, তাদের চরিত্রও ঘন ঘন পরিবর্তন করবে। তাদের সঙ্গে কোনও আপস হতে পারে না।’   

তিনি বলেন, ‘আওয়ামী লীগকে অবশ্যই জনতার কাছে ক্ষমা চাইতে হবে। আগে অনুশোচনা প্রকাশ করতে হবে। এখন পর্যন্ত তারা একবারের জন্য বলেনি যে আমরা জাতির কাছে ক্ষমা চাচ্ছি। পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের ডিজি, বিজিবি প্রধান, সেনাবাহিনী জাতির কাছে ক্ষমা চাচ্ছে। কিন্তু একটা রাজনৈতিক দল যার ভিত্তি হলো সাধারণ মানুষ, সেই আওয়ামী লীগের কোনও নেতা আজ পর্যন্ত বলেননি যে আমরা হত্যাকাণ্ডের জন্য জাতির কাছে ক্ষমা চাই।’ 

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সাহায্য করেছে এতে তাদের একটা স্বার্থ ছিল। ভারত পাকিস্তান ভাঙার জন্য আমাদের সাহায্য করেছে। তার মানে এই নয় যে, আমরা তাদের আনুগত্য ছেড়ে আপনাদের আনুগত্য করবো।’

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির আল্লামা সরোয়ার কামাল আজিজীর সভাপতিত্বে বৈঠকে আরও ছিলেন– মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত