মহান বিজয় দিবস উদ্যাপন ঘিরে চার জেলায় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের নিজেদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল সোমবারের এ সংঘর্ষে ৫৪ জন আহত হয়েছেন।
এদিকে বাগেরহাটের কচুয়া উপজেলার গোয়ালমাঠ এলাকায় বিএনপির এক পক্ষের জনসভা ও আরেক পক্ষের সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে। গতকাল রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আবু নওশাদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম: সীতাকুণ্ডে উসকানিমূলক স্লোগান কেন্দ্র করে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। গতকাল দুপুরে ফৌজদারহাট কে এম উচ্চবিদ্যালয় এলাকায় এ সংঘর্ষে ২০ জন আহত হন।
পুলিশের তথ্যমতে, প্রথমে সলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনের নেতৃত্বে তাঁর অনুসারীরা উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ওই এলাকায় অবস্থান নেন। ঘণ্টাখানেক পর সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুল হাসান অনুসারীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করতে আসেন। এ সময় দুই পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দেওয়ার একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
হাটহাজারীতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল বেলা ৩টার দিকে পৌরসভার কনক কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১১ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক হুইপ প্রয়াত ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানার সমর্থকেরা বিজয় দিবসের শোভাযাত্রা বের করতে কমিউনিটি সেন্টারে জড়ো হন। হঠাৎ সেখানে কেন্দ্রীয় বিএনপি সহসাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিনের অনুসারীরা হামলা চালান।
নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে বিজয়স্তম্ভে ফুল দেওয়াকে কেন্দ্র করে সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। এতে দুই পক্ষের ১০ জন আহত হন।
নেতা-কর্মীরা জানান, প্রথমে আজহারুল নেতা-কর্মীদের নিয়ে মিছিলসহ এসে ফুল দেন। পরে নেতা-কর্মীদের নিয়ে ফুল দিতে আসেন রেজাউল। আজহারুলের লোকজন চত্বর থেকে বের হওয়ার সময় রেজাউলের লোকজনের সঙ্গে প্রথমে কথা-কাটাকাটি ও পরে সংঘর্ষ হয়।
কুড়িগ্রাম: ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড চত্বরের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ হয়। এতে ৯ জন আহত হয়েছেন।
গতকাল ভোরে ফুল দেওয়ার সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহিন শিকদার ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানার সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জেরে সকাল ১০টার দিকে কলেজ মোড়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
জেলার সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মো. মাসুদ রানা বলেন, ‘রানা গ্রুপ এবং শাহিন শিকদার গ্রুপের মধ্যে গন্ডগোল হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
পটুয়াখালী: বাউফলে শোভাযাত্রাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। গতকাল সকালে সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে আহতদের চিকিৎসা করাতে গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও হামলা চালানো হয়।