বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ আগামী ৩ মাসের জন্য বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। ৬টি দলের সমন্বয়ে গঠিত এই জোটের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালনের মেয়াদকাল ৩ মাস।
সোমবার (২০ জানুয়ারি) বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্কসবাদী)’র সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় উপস্থিত ছিলেন— সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় নির্বাহী সভাপতি আবদুল আলী, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার, নজরুল ইসলাম, সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদের সম্পাদক মণ্ডলীর সদস্য নিখিল দাস ও বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় সদস্য রুবেল শিকদার।