Homeরাজনীতি‘বহুদলীয় সংবিধানে বাধা দিলে শেখ হাসিনার মতো পরিণতি হবে’

‘বহুদলীয় সংবিধানে বাধা দিলে শেখ হাসিনার মতো পরিণতি হবে’


বহুদলীয় গণতন্ত্র একদলীয় সংবিধানের মাধ্যমে হতে পারে না। বহুদলীয় সংবিধান জনগণের সামনে দিতে হবে। এর মধ্যে আমাদের বাধা দিতে কেউ এলে তার পরিণতি শেখ হাসিনার মতো হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। একই সঙ্গে সকলকে গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেন তিনি।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে  ‘মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস’ শীর্ষক এই ছাত্র সমাবেশ আয়োজিত হয়।

নাসিরুদ্দীন বলেন, বহুদলীয় সংবিধান রচনার জন্য বর্তমানে একটি সুযোগ তৈরি হয়েছে। দেশের সব শ্রেণি-পেশার মানুষজনকে ঐক্যবদ্ধ হয়ে গণপরিষদ নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। গণপরিষদ নির্বাচনের মধ্যে বাংলাদেশের ’২৪-এর গণঅভ্যুত্থানে যেসব শ্রমিকরা শহীদ হয়েছেন তাদের কথা থাকতে হবে।

তিনি বলেন, ’৭২-এর সংবিধানের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা অসম্ভব। বহুদলীয় গণতন্ত্র একদলীয় সংবিধানের মাধ্যমে হতে পারে না। বহুদলীয় সংবিধান জনগণের সামনে দিতে হবে। এর মধ্যে আমাদের বাধা দিতে কেউ এলে তার পরিণতি শেখ হাসিনার মতো হবে।

বর্তমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নাসিরুদ্দীন বলেন, আমাদের পাহাড় ও সমতলের ভাই-বোনেরা সবাই এক হোন। আসেন মুজিবীয় সংবিধান ছিঁড়ে ফেলে দিয়ে বহুদলীয় সংবিধান রচনা করি। যারা গত শাসনামলে অন্যায়-অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন তাদের সবাইকে গণপরিষদ নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত