আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তন রাষ্ট্রের এক বিশাল অপচয় মন্তব্য করে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত বলেছেন, সরকার মানবিক, গণতান্ত্রিক না হলে, পোশাক পরিবর্তন করে পুলিশ বাহিনীর চরিত্র পরিবর্তন হয় না।
মঙ্গলবার (২১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
ইমাম হায়াত বলেন, ‘পোশাক পরিবর্তন করলেই কোনও বাহিনী সৎ, দক্ষ বা উন্নত হয় না। আইনশৃঙ্খলা বাহিনীর কাজ ও চরিত্র নির্ভর করে ক্ষমতাসীন গোষ্ঠীর চরিত্রের ওপর। ক্ষমতাসীনরা অসৎ স্বার্থে পুলিশকে ব্যবহার করে। এখনও পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হচ্ছে।’
তিনি বলেন, ‘বর্তমান ক্ষমতাসীনরা দেশ ও জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। অর্থনীতির কোনও উন্নতি করতে পারেনি।’