খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘যারা পূর্ববঙ্গর উত্থানকে ঠেকিয়ে রাখার জন্য ব্রিটিশদের সঙ্গে নিয়ে ষড়যন্ত্রের দানা বেঁধেছিল, তাদেরকে বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নপুরুষ হিসেবে কস্মিনকালেও মেনে নেওয়া হবে না।’
শুক্রবার (২৭ ডিসেম্বর) বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশের আয়োজন করে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেন।
সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র সমালোচনা করেন মামুনুল হক।