বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী পরিবেশ সুরক্ষায় তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘তরুণরা যদি বছরে ৫টি করে গাছের চারা রোপণ করে, অন্যদের উপহার দেয় এবং নিজ নিজ পরিবার, পরিজন, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজে পরিবেশ সুরক্ষায় মানুষকে সচেতন করতে উদ্যোগী হয়, তবে আমরা একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তনের আশা রাখতে পারি।’
শনিবার (১১ জানুয়ারি) ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে, মইনীয়া যুব ফোরামের আয়োজনে ‘পরিবেশ সুরক্ষায় তরুণদের ভূমিকা’ শীর্ষক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিবার (১২ জানুয়ারি) বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেন, ‘আমরা সবাই প্লাস্টিক বর্জ্য ডাস্টবিনে ফেলবো। প্লাস্টিকের ব্যবহার যথাসম্ভব কমিয়ে পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের চেষ্টা করতে হবে। নদীগুলোকে বাঁচাতে শিল্প কারখানাগুলোতে যেন বর্জ্য ব্যবস্থাপনার নীতিগুলো ঠিকভাবে অনুসরণ করা হয়, সেটি নিশ্চিতের জন্য তরুণদের সরব হতে হবে।’
কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন, গ্লোবাল ইউনির্ভাসিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনিসুজ্জামান, মরক্কোর প্রফেসর ড. দারফুফি, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সুফিজমের দুই গবেষক- ডক্টর এলেক্সা ও কিনফায়ার, জার্মানির তাহা চিমা, বিদ্রোহী দ্য নজরুল সেন্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর ডক্টর শাহ্ মনজু, কাজী নজরুল ইসলাম সুফি সোসাইটির সাধারণ সম্পাদক আতাউল্লাহ্ খান আতা প্রমুখ।