Homeরাজনীতিপদত্যাগ করে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টান্ত স্থাপন করা উচিত: চরমোনাই পীর

পদত্যাগ করে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টান্ত স্থাপন করা উচিত: চরমোনাই পীর


ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, স্বৈরাচার পতনের ছয় মাসের বেশি সময় অতিক্রান্ত হওয়ার পরেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার যে ব্যর্থতার পরিচয় দিয়েছে, তা গ্রহণযোগ্য না। তাই আইন-শৃঙ্খলার নাজুক পরিস্থিতির দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করে দৃষ্টান্ত উপস্থাপন করা উচিত।

সোমবার (২৪ ফেব্রয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চরমোনাই পীর এমন মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন, রাষ্ট্রের কাছে মানুষের প্রথম ও প্রধান চাওয়া হলো নিরাপত্তা। সেই নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না বলে রাষ্ট্রের প্রয়োজনীয়তা নিয়েই জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। এই অবস্থা অন্তর্বর্তী সরকার ও দেশের জন্য কল্যাণকর নয়।

ইসলামী আন্দোলনের আমির প্রশ্ন রেখে বলেন, আমরা জানি যে, পুলিশ প্রশাসনে স্বৈরাচারের অবশিষ্টাংশ থাকতে পারে, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ হয়তো নিচ্ছে না। কিন্তু সরকারকে মনে রাখা দরকার, এই সরকার দেশের কোটি কোটি বিপ্লবী জনতা সমর্থিত সরকার, যে জনতা স্বৈরাচারের পালের গোদাকে দেশ ছাড়া করেছে। ফলে স্বৈরাচারের কোনও অবশিষ্টাংশ প্রশাসনে থেকে গেলে তাদেরকে এত দিনেও ছুড়ে ফেলা গেলো না কেন? কেন স্বৈরাচারের অপকর্মের হোতাদের এখনও প্রশাসন থেকে সমূলে উচ্ছেদ করা যায় নাই? কোথায় দুর্বলতা? জাতি জানতে চায়।

তিনি বলেন, পতিত আওয়ামী শক্তি পরিকল্পনা করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করতে পারে। তবে সেটা প্রতিহত করার দায়িত্ব সরকারের। সেই দায়িত্ব নিতেই হবে।

তিনি আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় এলাকায় সব দলের সমন্বয়ে নাগরিক প্রতিরোধ কমিটি গড়ে তোলার প্রস্তাব দিয়ে বলেন, ‘স্বৈরাচারের পতন হয়েছিল আমাদের পারস্পরিক ঐক্য ও লড়াইয়ের মাধ্যমে। আবারও যদি আমরা সম্মিলিতভাবে ঐক্য গড়ে তুলি, তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো হতে বাধ্য।

 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত