Homeরাজনীতিনির্বাচন নিয়ে আপনাদের এত দ্বিধা কেন

নির্বাচন নিয়ে আপনাদের এত দ্বিধা কেন


রাষ্ট্রপতি ফ্যাসিবাদের প্রোডাক্ট হলেও তার পদত্যাগের কথা বলে বড় ধরনের সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে আপনাদের এত দ্বিধা দ্বন্দ্ব কেন? নির্বাচনের জন্য আপনারা যে তারিখটা দেবেন সেটা বলে দিন।’

শনিবার (২৬ অক্টোবর) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন তিনিম

রিজভী বলেন, ‘আজকে রাষ্ট্রপতির বিষয় নিয়ে কথা উঠেছে। আমরা সবাই জানি এই রাষ্ট্রপতি ফ্যাসিবাদেরই একটি প্রোডাক্ট। কিন্তু আপনি রাস্তার ছোটখাটো গর্ত টপকিয়ে পার হয়ে যেতে পারবেন, তবে গর্ত যদি খাল হয় তখন সেটি টপকাতে গেলে পড়ে যেতে পারেন। সুতরাং যাতে কোনও সাংবিধানিক শূন্যতা সৃষ্টি না হয় এজন্য অনেক চিন্তা করে আমাদের কাজ করতে হবে। এখানে শেখ হাসিনার পতনে যারা অসন্তুষ্ট হয়েছেন, বাংলাদেশের ভেতরের কিছু মানুষ এবং বাইরের লোকজন নানা ষড়যন্ত্র চক্রান্তে মেতে উঠবে।’

তিনি বলেন, ‘একটি দুনিয়া কাঁপানো বিপ্লবের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের দায়িত্ব হচ্ছে— তারা নিশ্চয়তা দেবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের। সেই নির্বাচন ব্যবস্থা করা তাদের দরকার। এর মধ্যে সংস্কারের যে কথাগুলো উঠেছে সেই সংস্কার তারা করবে, কিন্তু কথা হলো সেটা তারা কত দিনে করবে?’

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘যে গণতন্ত্রের জন্য এত লড়াই এত সংগ্রাম— অনেক মা তার সন্তানহারা, অনেক স্ত্রী তার স্বামীহারা, এটা তো শুধুমাত্র গণতন্ত্রের জন্য, কথা বলার জন্য এবং নাগরিক স্বাধীনতার জন্য। তাই যদি হয় তাহলে নির্বাচন নিয়ে আপনাদের এত দ্বিধা দ্বন্দ্ব কেন? নির্বাচনের জন্য আপনারা যে তারিখটা দেবেন সেটা বলে দিন। এর মধ্যে যতটুকু সংস্কার করা দরকার করুন।

লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ফখরুল ইসলাম রবিন, ডা. জাহিদুল কবির প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত