আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর বিএনপির অনুসারীদের হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান মঞ্চের নেতারা।
বিবৃতিতে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানি অনুসারি পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভেকেট হাসনাত কাইয়ুম ও জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের নাম উল্লেখ করা হয়।
বিবৃতিতে নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে পৌর বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা যে হামলা চালায়, সে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
বিবৃতিতে বলা হয়, নাগরিক ঐক্য শিবগঞ্জ উপজেলার আহবায়ক শহীদুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক এনামুল হককে ছুড়িকাঘাত করা হয়। হামলায় আহত হন উপজেলা নাগরিক ঐক্যের আরও কয়েকজন নেতাকর্মী।
আহতদের মধ্যে শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহীদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক।
বিবৃতিতে আরও বলা হয়, ৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত বাংলাদেশে এই ধরনের হামলা অনাকাঙিক্ষত ও অনুভিপ্রেত। শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলির কর্মসূচিতে এই হামলা সভ্যতা ও মানবিক মূল্যবোধের চরম বিরোধী।
বিবৃতিতে বলা হয়, ত্রাস সৃষ্টিকারী এসব চিহ্নিত সন্ত্রাসীদের সরকার যদি আইনের আওতায় না আনতে পারে, তাহলে সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠবে।
অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে স্থিতিশীলতা বজায় রাখতে চিহ্নিত এই সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।