Homeরাজনীতিধানমন্ডি ৩২-এর পরিণতি যেন সচিবালয়ের না হয়: হাসনাত আবদুল্লাহ

ধানমন্ডি ৩২-এর পরিণতি যেন সচিবালয়ের না হয়: হাসনাত আবদুল্লাহ


সচিব-আমলাদের সতর্ক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমি খুব করে চাইবো, ধানমন্ডি ৩২-এর পরিণতি যেন সচিবালয়ের না হয়, আমি এটা খুব করে চাইবো। মন থেকে চাইবো— কোনও এক সময়, হয়তো এই বছর না হোক, ১০ বছর পর হোক, ১৫ বছর পরে, ২০ বছর পরে; সচিবালয়ের পরিণতি যেন গণভবনের মতো না হয়।’ সচিব-আমলাদের জনগণের জন্য কাজ করার এবং জনগণের শক্তি অনুধাবন করারও আহ্বান জানান তিনি।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নিজের ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে এক লাইভে এসে এসব কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই নেতা।

তিনি সচিব-আমলাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আপনাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ। আপনারা জনগণের সেবা করতে আসছেন। আপনারা জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, আপনারা রাজনৈতিক দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ না। এটা নিজের মধ্যে ধারণ করুন।’

তাদের হুঁশিয়ার করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আপনারা যদি মনে করেন, সচিবালয়ে বসে ধানমন্ডির সঙ্গে, ভারতের সঙ্গে সুসম্পর্ক বিদ্যমান রাখবেন। তাহলে আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে আপনাদের অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে।’

‘সুতরাং শিক্ষা গ্রহণ করুন। ধানমন্ডি ৩২ থেকে শিক্ষা গ্রহণ করুন, গণভবন থেকে শিক্ষা গ্রহণ করুন’, বলেন হাসনাত।

এসময় হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম সরি ফিলিংস নেই। এখনও হুমকি-ধামকি অব্যাহত আছে।’

এসময় হাসনাত আবদুল্লাহ কোন জাতীয় সম্পদের ক্ষতি না করার আহ্বান জানিয়ে বলেন, ‘৩২ নম্বরের বাড়ি ৫ আগস্টেই ধূলিসাৎ করে দেওয়া উচিত ছিল, যেটা পরবর্তীতে সবাই স্বতঃস্ফূর্তভাবে করেছে।’

৫ আগস্টের পরে আওয়ামী লীগই সবচেয়ে স্বাধীনতা ভোগ করছে বলেও মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘আমার পোস্টের নিচে তাদের কমেন্ট দেখলেই বোঝা যায়। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে কমেন্টে হুমকি-ধামকির স্বাধীনতা উপভোগ করছে তারা।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত