বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, ‘সম্প্রতি সরকার বিভিন্ন পণ্য ও সেবায় ভ্যাট বৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে, তা জনগণের জন্য সন্তোষজনক নয়।’
সোমবার (১৪ জানুয়ারি) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
তিনি উল্লেখ করেন, ‘মূল্যস্ফীতির কারণে এবং গত বছর রাজনৈতিক পরিবর্তনের ফলে স্বাভাবিকভাবেই অর্থনীতির কিছুটা ধীর গতির কারণে জনগণকে বেগ পেতে হচ্ছে। ভ্যাট বৃদ্ধি হলে আসন্ন রমজান মাসেও এর নেতিবাচক প্রভাব পড়বে।’
সুপ্রিম পার্টি চেয়ারম্যান মনে করেন, ‘এটি ঠিক যে, বাংলাদেশে রাজস্ব আয়, ট্যাক্স-জিডিপি অনুপাত প্রয়োজনের তুলনায় নগণ্য। কিন্তু সেজন্য ভ্যাট বৃদ্ধি সমাধান নয়।’
‘বিভিন্ন বড় বড় ঋণখেলাপি, অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িতরা, কর ফাঁকি ও অর্থ পাচারকারীদেরকে আইনের আওতায় এনে জনগণের অর্থ ফিরিয়ে আনতে হবে।’
সাইফুদ্দীন আহমদ বলেন, ‘দেশে মাত্র ৪০ লাখ মানুষ আয়কর রিটার্ন জমা দেন। ধনীরা কর ফাঁকি দিয়ে অনায়াসে চলাচল করছেন। সুতরাং প্রগ্রেসিভ কর ব্যবস্থাকে যৌক্তিক করতে হবে।’