দেশের চলমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত দেশকে সাংবিধানিক ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে সব রাজনৈতিক পক্ষকে নিয়ে জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণার আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
শনিবার (২৫ অক্টোবর) পার্টির পলিটবুরোর সভা থেকে এই দাবি জানানো হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভা থেকে বলা হয়, অন্তর্বর্তী সরকার সংস্কারের যে কর্মসূচী ঘোষণা করেছে, তা যদি দীর্ঘ সময় নেয় এবং নতুন কোনও সাংবিধানিক সংকট সৃষ্টি হয়, তাহলে সরকারের চাওয়া-পাওয়ার সঙ্গে জনগণের আশা আকাঙ্ক্ষার ফারাক সৃষ্টি হবে— যা ইতিবাচক ফলাফল বয়ে আনবে না।
এসময় সভায় রাশেদ খান মেননের নামে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তার মুক্তি দাবি করা হয়।