লন্ডন থেকে স্ত্রীকে নিয়ে বাংলাদেশে ফিরছেন জামায়াতে ইসলামির সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এখন থেকে দেশেই থাকবেন তিনি। বুধবার (২৫ ডিসেম্বর) লন্ডন সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ব্যারিস্টার গোলাম আজম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, লন্ডনের হিথ্রো বিমানবন্দর কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে ঢাকায় উদ্দেশে রওনা দেন ব্যারিস্টার রাজ্জাক। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দেশে পৌঁছাবেন তিনি।
ব্যারিস্টার রাজ্জাক ২০১৩ সালের ১৮ ডিসেম্বর যুক্তরাজ্যে বসবাস করছেন। ২০১৯ সালে জামায়াত থেকে পদত্যাগ করে আলোচনায় আসেন। ২০২০ সালে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে তার। তারপর থেকে রয়্যাল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এ প্রবীণ আইনজীবী। তিনি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের প্রধান কৌঁসুলি ছিলেন।
জানা গেছে, সত্তরের দশকে শেষার্ধে লেখাপড়া জন্য ব্রিটেনে যান ব্যারিস্টার রাজ্জাক। ১৯৮০ সালে ব্রিটিশ বার অ্যাট ল (ব্যারিস্টার) লাভ করেন। ১৯৮৫ সালের নভেম্বর পর্যন্ত লন্ডনেই আইন পেশায় নিয়োজিত ছিলেন। ১৯৮৫ সালের ডিসেম্বরে বাংলাদেশে আইন পেশায় নিজেকে নিয়োজিত করার জন্য দেশে ফেরেন তিনি। ত্রিশ বছর আবারও ব্রিটেনে ফিরে আইন পেশায় যুক্ত হন।
ব্যারিস্টার রাজ্জাক দুই ছেলে ও এক মেয়ের জনক। দুই ছেলে লন্ডন থেকে ব্রিটিশ বার অ্যাট ল লাভ করেন। লন্ডনে আব্দুর রাজ্জাক পূর্ব লন্ডনের একটি বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামে।