বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির গোলাম মোস্তফা বলেন, যাকাতভিত্তিক অর্থব্যবস্থা চালু হলে বাংলাদেশ থেকে দারিদ্র বিমোচন ৫-৭ বছরের মধ্যে সম্ভব। যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই তাহলে আমরা ৫-৭ বছরের মধ্যে দারিদ্র বিমোচন করবো।
শনিবার (২৫ জানুয়ারি) বিকালে উত্তরার নলভোগ ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী তুরাগ মধ্য থানা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে ১২০০ শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।
ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে তুরাগ থানাবাসীর প্রতি জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান গোলাম মোস্তফা।
থানা আমির গাজী মনির হোসাইনের সভাপতিত্বে এবং থানা নায়েবে আমির কামরুল হাসান ও সেক্রেটারি মুহিবুল্লাহ বাচ্চুর পরিচালনায় এসব শীতবস্ত্র উপহার দেওয়া হয়।