Homeরাজনীতিঢাকা মহানগর, জবি, পলিটেকনিকসহ পাঁচ কলেজে ছাত্রদলের কমিটি

ঢাকা মহানগর, জবি, পলিটেকনিকসহ পাঁচ কলেজে ছাত্রদলের কমিটি


ঢাকা মহানগরের চারটি শাখা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ আরও পাঁচটি কলেজে আহ্বায়ক ও আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির সহযোগী এ ছাত্র সংগঠনটি ভেরিফায়েড পেজে এসব কমিটি ঘোষণা করা হয়। ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আংশিক কমিটি, ঢাকা পলিটেকনিক, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, বাংলা কলেজ, কবি নজরুল কলেজ ও তেজগাঁও কলেজের কমিটি ঘোষণা করা হয়েছে।

ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব কমিটি অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ঢাকা মহানগর উত্তরে মোহাম্মদ সালাউদ্দিন আহমেদকে সভাপতি ও মাহফুজুর রহমান লিপকনকে সাধারণ সম্পাদক করে শাখা ছাত্রদলের ১৪ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে শামীম মাহমুদকে সভাপতি ও আব্দুর রহিম ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রদলের দশ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পূর্বে সভাপতি হয়েছেন মো. সোহাগ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. আব্দুল হান্নান মজুমদার। এখানে ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে মোহাম্মদ রবিন খানকে সভাপতি ও মো. আকরাম আহমেদকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের নয় সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

১৯ সদস্য বিশিষ্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল কমিটির আহ্বায়ক হয়েছেন মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব সামসুল আরেফিন। এ ছাড়াও ১৮ জন যুগ্ম-আহ্বায়ক ও ৭ জনকে সদস্য করা হয়েছে। ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হয়েছেন পিয়াল হাসান ও সদস্যসচিব মো. মিল্লাত হোসেন। এখানে ১৯ জনকে যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

তিতুমীর কলেজে ইমাম হোসেনকে আহ্বায়ক ও সেলিম রেজাকে সদস্যসচিব করে শাখা ছাত্রদলের ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে ২৫ জন যুগ্ম আহ্বায়ক এবং ১২ জন সদস্যের দায়িত্ব পালন করবেন। ইরফান আহমেদ ফাহিমকে আহ্বায়ক ও নাজমুল হাসান সদস্যসচিব করে সরকারি কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে ১৫ জন যুগ্ম আহ্বায়ক ও ৯ জন সদস্য রয়েছেন।

৩২ সদস্য বিশিষ্ট তেজগাঁও কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন তরুণ মোর্শেদ ও সদস্যসচিব হয়েছে মো: সেলিম হোসেন। অন্যদিকে মো. মোখলেসুর রহমানকে আহ্বায়ক ও ফয়সাল রেজাকে সদস্যসচিব করে সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রদলের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়াও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ২ সদস্যের কমিটি দিয়েছে ছাত্রদল। এতে মো. সাব্বির আহমেদকে সভাপতি ও মো. হাফিজ উদ্দিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত