জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল রিপাব্লিক্যান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক আইন-শৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের এ বিষয়ে জানান জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়।
জাপা মহাসচিব বলেন, আইআরআই প্রতিনিধি দল বাংলাদেশের ছাত্র-জনতার অভ্যুত্থান, দেশের বর্তমান আইন-শৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। নির্বাচন কমিশন ও নির্বাচন পদ্ধতি সংস্কার সম্বন্ধেও জানতে চেয়েছেন আইআরআই প্রতিনিধি দল।
জাতীয় পার্টি চেয়ারম্যান কাদের তাদের বিভিন্ন প্রশ্নে খোলামেলা কথা বলেন। সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি নিয়েও কথা বলেছেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি মহাসচিব বলেন, গেলো তিনটি নির্বাচনে জাতীয় পার্টি কোন পরিস্থিতিতে নির্বাচনে যেতে বাধ্য হয়েছে, তাও বর্ণনা করেছেন দলটির চেয়ারম্যান।
এরআগে, জিএম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইআরআই বাংলাদেশ প্রধান জসুয়া রোজেনা বামের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, শেরীফা কাদের, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টি চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।