Homeরাজনীতিজাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে উপস্থিত হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা 

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে উপস্থিত হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা 


জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে আজ। ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে দলটি আত্মপ্রকাশ করবে। তাদের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার পর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের সামনে আত্মপ্রকাশ উপলক্ষে বড় জমায়েতের প্রত্যাশা করছে নতুন এই দলটি।

গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১২ দলীয় জোট, জাতীয় সমাজতান্ত্রিক দল, হেফাজতে ইসলাম, লেবার পার্টি, ইসলামী ঐক্যজোট, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনসহ আরও কিছু রাজনৈতিক দলের নেতাদের অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা গেছে।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

এদিকে, অনুষ্ঠানের শুরুতে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

দুপুর দুইটা থেকে সমাবেশস্থলে দেশের বিভিন্ন জেলা থেকে নতুন দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন।

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে উপস্থিত হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত