জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’-কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ।
দলটির পক্ষ থেকে বলা হয়, জনগণের অধিকার ও মুক্তির লক্ষ্যে ১৯৭১’র মহান মুক্তিযুদ্ধ ও ২৪’র গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন রাজনৈতিক দল ও নেতৃত্ব জাতিকে নতুন পথ প্রদর্শন করতে সক্ষম হবে বলে আশা করি।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ আশাবাদ প্রকাশ করেন।
তারা বলেন, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ ন্যাপ সবসময়ই নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানায়। তবে নতুন দল যারা গঠন করছেন, তাদের আদর্শ-উদ্দেশ্য জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নতুন স্বপ্ন দেখাতে হবে। আগামীদিনে তাদের পথচলার মধ্য দিয়ে স্পষ্ট হবে তারা আসলে কতটুকু জনগণের হৃদয়ে স্থান করে নিতে পারবেন।
প্রতিটি নাগরিকের রাজনৈতিক দল করার অধিকার আছে উল্লেখ করে দলটির এই নেতারা বলেন, এই বিবেচনা ও রাজনীতির মানুষ হিসেবে আমরা জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানাই।