Homeরাজনীতি‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’ অভূতপূর্ব ও যুগান্তকারী পদক্ষেপ: আ স ম রব

‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’ অভূতপূর্ব ও যুগান্তকারী পদক্ষেপ: আ স ম রব


অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’-এর ঘোষণাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, সরকারের এই পদক্ষেপ  ‘অভূতপূর্ব ও যুগান্তকারী’।

সোমবার (১৬ ডিসেম্বর) এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার ভাষণের এই প্রতিক্রিয়ায় জানান তিনি।

আ স ম আবদুর রব বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ ও ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র বিনির্মাণের প্রয়োজনে একমাত্র বিকল্প হচ্ছে ‘জাতীয় ঐক্য’, যা ইতিহাসের নির্দেশিত পথ।

তিনি বলেন, ১৯৭১ সালে যুদ্ধোত্তর বাংলাদেশে ‘জাতীয় ঐক্য’ প্রতিষ্ঠার ঐতিহাসিক নির্দেশনাকে উপেক্ষা করায় জাতি আজ অবধি গভীর সংকট অতিক্রম করতে পারেনি। ইতিহাসের এই ক্রান্তিলগ্নে সরকার ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’ করার যে ঘোষণা দিয়েছেন— তা গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতারই প্রতিফলন। এ কমিশন গঠনের ঘোষণা অভূতপূর্ব এবং যুগান্তকারী।

এ সময় জাতীয় ঐক্য গঠনের ঐতিহাসিক সম্ভাবনাকে বিবেচনায় নিয়ে সকল রাজনৈতিক শক্তিকে রাজনৈতিক করণীয় নির্ধারণের আহ্বান জানান আ স ম আবদুর রব।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত