বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, ‘ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমোনাইকে আমি মনে-প্রাণে ভালোবাসি। তিনি অত্যন্ত আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। তিনি বলেন, ‘ওনাদের মাধ্যমে অর্থাৎ পীর মাশায়েখদের মাধ্যমে এদেশে ইসলাম এসেছে। কোটি কোটি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কাজেই এই ধারাকে অস্বীকার করার কোনও সুযোগ নেই।’
সোমবার (২১ অক্টোবর) সেগুবাগিচায় বিএমএ ভবনের শহীদ ডা. শামসুল আলম খান মিলন সভাকক্ষে ইসলামী আন্দোলন আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু।
তিনি বলেন, ‘এই উপমহাদেশ মুসলম শাসকরা ৮০০ বছর শাসন করেছেন। তারা মনে করলে অন্য কোনও ধর্মের লোক থাকতো না। কিন্তু মুসলিম শাসকরা তা চাননি। বিগত ১৭ বছর ফ্যাসিবাদী শাসনে জনগণ অতিষ্ঠ। আমার নামে দেড় শতাধিক মামলা ছিল। জেল ও কোর্টের বারান্দা ছিল আমার ঠিকানা।’
‘ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ ও গণহত্যায় জড়িতদের নির্বাচনে অযোগ্য ঘোষণা এবং সুষ্ঠু, গ্রহণযোগ্য ও প্রতিনিধিত্বশীল নির্বাচন ব্যবস্থা প্রবর্তনের দাবিতে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন। লিখিত বক্তব্য রাখেন দলের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।