জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শাসমুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, সরকার প্রত্যক্ষভাবে গরিবের অধিকার সুরক্ষিত করতে পারেনি। এ কারণে সরকার পদে পদে হোঁচট খাচ্ছে।
সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় ঢাকা মহনগরী ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিমুল বিশ্বাস বলেন, ‘যে রাষ্ট্র বাঁচার মতো করে গবিব মানুষের মজুরি নির্ধারণ করে দিয়েছে, মৌলিক অধিকার নির্ধারণ করে দিয়েছে, মানুষকে রাষ্ট্রীয়ভাবে সন্মানিত করেছে, সেই রাষ্ট্র উন্নত রাষ্ট্র হয়েছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারের ৭০ ভাগ অর্থ উপার্জন করে বিদেশে কর্মরত শ্রমিকসহ দেশের গার্মেন্টস শ্রমিক এবং চামড়া শিল্পের শ্রমিকরা। যাদের শ্রম-ঘামে সভ্যতার চাকা সচল রয়েছে, তাদের ন্যায্য অধিকার সুরক্ষিত করতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বাক আমিনুলসহ অন্যরা।