Homeরাজনীতিগণতন্ত্র উত্তরণে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু

গণতন্ত্র উত্তরণে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু


বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের মধ্যে এক ধরনের নির্বাচনের আমেজ তৈরি হতে যাচ্ছে। সেই জায়গায় কিছু কিছু রাজনৈতিক দল সংস্কার শেষে নির্বাচনের কথা বলছে। আমার মনে হয়, নির্বাচিত সরকার দায়িত্ব নিয়ে সংস্কার করতে পারে। গণতন্ত্র উত্তরণে নির্বাচনের কোনও বিকল্প নেই।

বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘যদি নির্বাচন পরিত্যাগ করলে পাঁচ বছর পরপর গণঅভ্যুত্থান করতে হবে। অন্য আরেক অভ্যুত্থান আছে, যেটা কোনও রাজনৈতিক দল গ্রহণ করতে পারে না। সেটা হলো, সামরিক অভ্যুত্থান। এখন সভ্য পথ হলো নির্বাচন। সে জন্য আমরা নির্বাচনের কথা বলেছি।’

তিনি বলেন, ‘যারা নির্বাচনের বিষয়ে এখনও পর্যন্ত দ্বিধা-দ্বন্দ্বে আছেন, নির্বাচনের স্রোতে আসেন, জনগণের পাশে দাঁড়ান। আমার বিশ্বাস, জনগণ হয়তো আপনাকেও গ্রহণ করতে পারে। কিন্তু ভয়ভীতি সন্দেহ রেখে যদি সময় বিলম্বিত করেন; তবে যিনি পাশের দেশে আছেন, তিনি আরও শক্তি পাবেন, আরও বেশি উৎসাহিত হবে। তাকে উৎসাহিত করা ঠিক হবে না।’

তিনি বলেন, ‘এত বড় একটা পরিবর্তনের পর মানুষ আশায় বুকে বেঁধেছিল, তারা এবার ভালো থাকবে। কিন্তু এই সরকার এখনও বাজারদর নিয়ন্ত্রণ করতে পারেনি। মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারেনি। দেশের শৃঙ্খলা রক্ষা করতে পারছে না।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা এম নাজমুল হাসানের সভাপতিত্বে ও সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন– বিএনপির সহ-তথ্য বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত