Homeরাজনীতিখালেদা জিয়া ও তারেকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি নেতা দুদু

খালেদা জিয়া ও তারেকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি নেতা দুদু


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অবিলম্বে সকল ‘দমনমূলক মামলা’ প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সমিতি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

দুদু বলেন, “বিএনপি চেয়ারপারসন ও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করুন কারণ ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার প্রতিহিংসামূলক মনোভাব নিয়ে মামলাগুলো করা হয়েছে… এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও নিপীড়নমূলক মামলাগুলো প্রত্যাহার করুন। স্বদেশে ফিরে যান।”

শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে।

তিনি বলেন, প্রতিশোধ নিতে বেগম জিয়াকে বিভিন্ন বানোয়াট মামলায় ফাঁসিয়ে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে।

“এর পেছনের কারণ প্রতিশোধ নেওয়া ছাড়া আর কিছুই ছিল না কারণ দেশের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যিনি সর্বদা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আপসহীন ছিলেন… তিনিও সারা জীবন দেশ ও জনগণের জন্য সংগ্রাম করেছেন,” যোগ করেন দুদু।

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এই নেত্রী স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় তার সমগ্র জীবন উৎসর্গ করেছেন বলে তিনি উল্লেখ করেন।

তারেক রহমান সম্পর্কে বিএনপি নেতা বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। তাকে মিথ্যা মামলা দিয়ে তার পুরো যৌবন জীবন বিদেশে কাটাতে বাধ্য করা হয়েছে,” যোগ করেন দুদু।

তিনি আরও বলেন: “শুধু তাই নয়, তৎকালীন ফ্যাসিবাদী সরকার দেশের সংবাদপত্র ও গণমাধ্যমে তার কোনো বক্তব্য প্রকাশ করতে দেয়নি। স্বৈরশাসক চলে গেলেও তাদের দুজনের মামলা এখনো প্রত্যাহার করা হয়নি।”

Journalists’ association president Sakhawat-Ibne-Moin Chowdhury presided over the discussion while BNP Joint Secretary General and former DUCSU GS Khairul Kabir Khokon, BNP executive committee member and former MP Nazim Uddin Alam, BNP leader Abu Naser Md Rahmatullah, Krishak Dal leader SK Sadi, President of Desh Bachao Manush Bachao Andolan KM Rakibul Islam Ripon, among others,
আলোচনায় বক্তব্য রাখেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত