Homeরাজনীতিখালেদা জিয়ার লন্ডনযাত্রা: গুলশানে নেতাকর্মীদের ভিড়

খালেদা জিয়ার লন্ডনযাত্রা: গুলশানে নেতাকর্মীদের ভিড়


বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসাজনিত লন্ডন সফরকে সামনে রেখে ইতোমধ্যে গুলশান এলাকায় বিএনপির নেতাকর্মীদের বিপুল উপস্থিতি হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশানের বাসা ফিরোজাকে কেন্দ্র করে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সরেজমিনে নেতাকর্মীদের ভিড় সামলাতে কোনও উদ্যোগও দেখা যায়নি।

বিএনপির রাজধানীর বিভিন্ন এলাকার নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে জানা গেছে, ইতোমধ্যে গুলশান থেকে বিমানবন্দরের দিকে বিএনপির নেতাকর্মীরা পথে-পথে অবস্থান নিয়েছেন। গতকাল সোমবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হয়।

সিনিয়র নেতাদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাসায় যান। ছবি: নাসিরুল ইসলমা

এরপর মধ্যরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের নির্দেশনা পৌঁছান, সড়কে অবস্থান না নিয়ে ফুটপাতে অবস্থান নিতে। আর এই নির্দেশনার পুরো উল্টো চিত্র বিরাজ করছে গুলশান-২ এলাকায়। পুরো গুলশানসহ আশেপাশের এলাকায় যানবাহনে ধীর গতি এসেছে।

মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার গণমাধ্যমে বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর সবকিছুর অবসান ঘটিয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার রাত ৮টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা দেবেন তিনি।

খালেদা জিয়ার বিদেশযাত্রাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর থেকে আগ্রহী নেতাকর্মীরা ফিরোজার দিকে অবস্থান নেন। সিনিয়র নেতাদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাসায় যান। বেরিয়ে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপ করতে পারেননি।

সরেজমিনে বাংলা ট্রিবিউনের ভিডিও প্রতিবেদক মো. মাসুম জানান, রাত ৭টার দিকে খালেদা জিয়ার বাসভবনের সামনে বিশৃঙ্খলা দেখা গেছে। বাসভবনের সামনে পুলিশ থাকলেও ভিড় ও বিশৃঙ্খলা বেড়ে চলেছে।

 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত