Homeরাজনীতিক্ষমতায় থেকে কোনো দল গঠন করা যাবে না: আবদুস সালাম

ক্ষমতায় থেকে কোনো দল গঠন করা যাবে না: আবদুস সালাম


জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন দল গঠনের পরিকল্পনা প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, ‘ক্ষমতায় থেকে কোনো দল গঠন করা যাবে না, এটা পরিষ্কার কথা। দল গঠন করতে হলে আগে সরকারের দায়িত্ব হস্তান্তর করতে হবে।’

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘আমার দেশ আমার অধিকার’ কর্তৃক আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবদুস সালাম বলেন, ‘ক্ষমতায় থেকে নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না। নির্বাচনে অংশ নিতে হলে, দল গঠন করতে হলে, আগে সরকারের দায়িত্ব ছেড়ে দেন। ইউনূস সাহেব যদি মনে করেন ওনারও একটা দল গঠন করা দরকার, তাহলে উনিও সরকার থেকে সরে যাক, তারপর দল করুক।’

তিনি আরও বলেন, ‘ভোটের জন্য ১৫ বছর ধরে লড়াই করলাম। আজ দেখা যাচ্ছে বর্তমান সরকার ভোট নিয়ে টালবাহানা করছে। কারণ হচ্ছে-ভোট দিলে নাকি বিএনপি ক্ষমতায় চলে আসবে। বিএনপি কি জোর করে ক্ষমতায় চলে আসতে পারবে? ভোট হলে যদি জনগণ নির্বাচিত করে, তাতে ইউনূস সরকারের আপত্তিটা কোথায়?’

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘দেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়। স্বাধীনতার পর একটি দল যখন বলছিল এই দেশ আমার, এই মানুষ আমার, বঙ্গবন্ধু জাতির পিতা। সেই বঙ্গবন্ধুকে মেরে ফেলার পর রাস্তা দিয়ে যখন ট্যাংক চলেছে, সেই ট্যাংকে মানুষ ফুলের মালা দিয়েছে।’

ভ্যাট আরোপের প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা ব্যাংক থেকে হাজার কোটি টাকা লুট করেছে, তাদের এখনো ধরা হয়নি, উল্টো মানুষের ওপর ট্যাক্স বসাচ্ছেন। জনগণের ওপর ট্যাক্স বসানোর অধিকার আপনাদের কে দিয়েছে? আপনাদের বসানো হয়েছে একটি নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য। দয়া করে দেশকে অরাজকতার হাতে তুলে দিয়েন না।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন—আমার দেশ আমার অধিকারের চেয়ারম্যান শেখ সাখাওয়াত তানজীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সোহেল আহমেদ প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত