খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উদ্ভূত পরিস্থিতির কারণ অনুসন্ধানে ৩ সদস্যের একটি পর্যবেক্ষক দল গঠন করে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সংসদকে অবহিত করতে এই দলকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজকের পত্রিকাকে এ কথা জানান।
তিন সদস্যের পর্যবেক্ষক দলের সদস্যরা হলেন—ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন ও সোহেল রানা।