Homeরাজনীতিকমিশনের প্রস্তাব ভোটে অন্তরায় মনে হলে বাধা দেব

কমিশনের প্রস্তাব ভোটে অন্তরায় মনে হলে বাধা দেব


নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার পর বিএনপি বলেছে, কমিশনের কথা অনুযায়ী খুব দ্রুত জাতীয় নির্বাচন করা সম্ভব বলে তারা মনে করছে। তবে সংস্কার কমিশনের কোনো প্রস্তাবকে যদি সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় বলে মনে করে তাহলে দলটি তাতে বাধা দেবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গতকাল রোববার কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধিদল। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে দলে ছিলেন স্থায়ী কমিটির আরও দুই সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান।

নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ অংশ নেন।

নির্বাচন কমিশনের কার্যক্রম এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘কমিশনের কাছ থেকে যতটুকু জেনেছি, ভোটার হালনাগাদসহ চলতি বছরের মে মাসের মধ্যেই নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব। সেটা হলে প্রস্তুতি শেষ করে খুব দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব।’

এ সময় এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, ‘আমরা (বিএনপি) যদি মনে করি সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, তাতে আমরাও বাধা দেব।’

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল। আজ সোমবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে নজরুল ইসলাম বলেন, ‘নির্বাচনের তারিখ ঘোষণার দায়িত্ব সরকারের। আগামীকাল (সোমবার) প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের (বিএনপি) আলোচনা আছে। আমরা সেখানে এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব।’

‘অপারেশন ডেভিল হান্ট’ নিয়ে যা বললেন মির্জা ফখরুল

দেশব্যাপী শুরু হওয়া যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ নিয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এটা (অপারেশন ডেভিল হান্ট) কী ভাই! আমরা তো বাইরে ছিলাম। ডেভিল হান্ট সম্পর্কে জানি না। একমাত্র ডেভিল তো আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি।’

যুক্তরাষ্ট্র সফর শেষে রোববার দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। পরে বিশেষ এই অভিযানের বিষয়ে সাংবাদিকেরা কিছুটা ধারণা দিলে এর জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘এত দিনে তাদের (সরকার) বোধোদয় হয়েছে, সেজন্য তাদের ধন্যবাদ জানাই।’

দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে এ সময় উদ্বেগ জানিয়ে সবাইকে সতর্ক হওয়ারও পরামর্শ দেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘বাংলাদেশে ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাতের জন্য একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে সফলতা অর্জন করেছে। কিন্তু আজকে হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দিই। আজকে দেশে স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা তৈরি হচ্ছে। এর জন্য সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম ছিল, সেই রেজিমই তার জন্য দায়ী। আজকে আমাদের অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে।’

যুক্তরাজ্যে থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) ভালো আছেন। তাঁর চিকিৎসা চলছে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত