Homeরাজনীতিএ বছর যেন ভ্যালেন্টাইন দিবসের তামাশা না হয়: ফরিদা আখতার

এ বছর যেন ভ্যালেন্টাইন দিবসের তামাশা না হয়: ফরিদা আখতার


জুলাই-আগস্ট শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এ বছর ভ্যালেন্টাইন দিবসে তামাশা না করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদবিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার। আজ মঙ্গলবার তিনি এক ফেসবুক পোস্টে এই আহ্বান জানান।

ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি বলেন, জুলাই-আগস্ট শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এ বছর যেন কোনো ভ্যালেন্টাইন দিবসের তামাশা না হয়।

এ সময় পোস্টের মন্তব্যে রনি পাল নামের এক ব্যক্তি লেখেন, ‘ভ্যালেন্টাইন দিবসে তামাশা হলো কবে? পয়লা ফাল্গুন সারা দেশে কীভাবে উদ্‌যাপন নিশ্চিত হয়, সেই ব্যবস্থা করেন। যারা স্বৈরাচার প্রতিরোধ দিবস পালন করে, তাঁদের সেটি করতে দিন, যারা সুন্দরবন দিবস পালন করে, তাঁদের জন্য আপনার দপ্তরকে আলাদা আয়োজন করতে বলেন। তামাশার কী দেখলেন, সেটা বোধগম্য হলো না।’

প্রমা ইসরাত মন্তব্য করেন, ‘আপা, হাসনাত, সারজিস এমনকি শহীদ মুগ্ধের ভাই পর্যন্ত বিয়ে করেছে। এগুলো মানুষের ব্যক্তিগত বিষয়, ভ্যালেন্টাইন ডে কোনো জাতীয় দিবস না। যার মন চাইবে, সে বের হবে, ঘুরবে। আপনারা শুধু আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার দিকে খেয়াল রাখেন। ভালোই বাসবে, ঘৃণার চাইতে ভালোবাসা ভালো।’

বীথি এস দোজাভিন লিখেছেন, ‘ভালোবাসা উদ্‌যাপনকে কি তামাশা বললেন আপা? বিদ্বেষে ভরা দুনিয়াতে ভালোবাসার চেয়ে বড় অস্ত্র আর কিছু হতে পারে না। অথচ বুমার মুরব্বিদের মতো আপনিও এক ফরমে ভালোবাসা জিনিসটার বিপক্ষে অবস্থান করলেন। স্বৈরাচারের বিপরীত ভালোবাসা। মানুষের বুকে গুলি চালানোর বিপরীত ভালোবাসা। ভেদাভেদের বিপরীত ভালোবাসা। সরকারের দায়িত্বশীল পদে থেকে আপনিও বরং “ভালোবাসা দিবসে কাপলদের উদ্দেশ্যে জুতা ছুড়ে মারা” ইভেন্টকেই পক্ষান্তরে বৈধতা দিয়ে দিলেন। হতাশাজনক।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত