লন্ডনে চিকিৎসার জন্য যাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পবিত্র ঈদুল ফিতরের পর দেশে ফিরতে পারেন। তার স্বাস্থ্যের অবস্থা তুলনামূলক এখন অনেকটা ভালো। পরিবারিক আবহে মানসিকভাবেও স্বাচ্ছন্দ্যে রয়েছেন।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এম এ মালেক বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, ‘ম্যাডাম ও তারেক রহমান লন্ডনে একসঙ্গে কখনও ঈদ করেননি। আর কখনও হয়ত তারা লন্ডনে রোজায় থাকবেনও না। বহুদিন মা-ছেলে একসঙ্গে রোজা ও ঈদ কোনোটাই করেননি। ম্যাডামের যেহেতু চিকিৎসা চলছে তাই আমার ধারণা তিনি রোজা ও ঈদ এখানে কাটাবেন।’
এম এ মালেক আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন অনেক ভালো।
উল্লেখ্য, লন্ডনের কিংস্টনে ছেলে তারেক রহমানের বাসায় থেকেই বর্তমানে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, চিকিৎসকরা বাসায় গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের নিয়মিত মনিটরিং করছেন।