Homeরাজনীতিআ.লীগ সরকারের আমলে ৮০০ বার আদালতে হাজিরা দিয়েছি: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন

আ.লীগ সরকারের আমলে ৮০০ বার আদালতে হাজিরা দিয়েছি: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন


আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে ৮০০ বার আদালতে হাজিরা দিয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

রবিবার (২৭ অক্টোবর) ঢাকার কোর্ট রিপোর্টার্স ইউনিটিতে (সিআরইউ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।  

আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘আমার বিরুদ্ধে কত মামলা আছে সেটা নিজেও জানি না। বিগত সরকারের আমলে গ্রেফতার হওয়া, আদালত যাওয়া ছিল দৈনন্দিন ঘটনা। কারাগার গিয়েছি বহুবার। একবার একটানা আটক ছিলাম ১৮ মাস, পরে ছিলাম ৫ মাস। কারাগারে যাওয়ার অনেক স্মৃতি এখনও মাথায় রয়েছে। তবে সব কয়টি মামলাই ভুয়া, মিথ্যা।’

তিনি আরও বলেন, ‘বিগত সরকার ছিল প্রতিহিংসাপরায়ণ। তারা যে অন্যায় করেছে, মানবিকতার কারণে সেটা আমরা তাদের ওপর করতে চাই না। আইনগতভাবে তাদের বিচার হোক সেটাই চাই। তারা প্রতিটা প্রতিষ্ঠানের মাথা থেকে গোড়া পর্যন্ত পচিয়ে ফেলেছিল। ঘুষ, দুর্নীতি যে অপরাধ তারা ভুলেই গিয়েছিল।’

 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত