বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কুমিল্লায় যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে মৃত অবস্থায় ফিরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্তর্বর্তী সরকারের আমলে এই ঘটনা ঘটবে কেন? এই সময়ে যদি শেখ হাসিনা সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে জনগণ হোঁচট খাবে।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ভাসানী মিলনায়তনে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘যদি ওই ছেলেটি অপরাধী হয়, তাহলে তাকে গ্রেফতার করে আইনের আওতায় নেওয়া যেতো। কিন্তু গ্রেফতার করে নির্যাতন করে মেরে ফেলা– এই আমলে হবে কেন? বুঝলাম ছেলেটি অপরাধী, সেই অপরাধের বিচার করার দায়িত্ব আদালতের।’
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে যদি শেখ হাসিনার আমলের পুনরাবৃত্তি হয়, তাহলে বিগত সরকারের সমেয় পুলিশের গুলি বরণ করে যারা আত্মদান করেছেন, তাদের ত্যাগ একেবারে ব্যর্থ হয়ে গেলো।’
রিজভী বলেন, ‘বড় একটা পরিবর্তনের মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা আশা জেগেছিল। একটা প্রত্যাশাতেই এ দেশের জনগণ, রাজনৈতিক দলগুলো আপনাদের সমর্থন দিয়েছে। অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের প্রত্যাশা করছে মানুষ।’
বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে ভারতের পশ্চিম বাংলার একটি বহুল প্রচারিত পত্রিকা নানা ধরনের অপমানজনক মন্তব্য করে প্রতিবেদন করছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী একটি গর্বিত সেনাবাহিনী। আমরা দেখেছি, যখন যাই হোক, চূড়ান্তভাবে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী। সেই সেনাবাহিনীর সম্পর্কে ভারতের পশ্চিম বাংলার একটি বহুল প্রচারিত পত্রিকা নানা ধরনের অপমানজনক মন্তব্য করে প্রতিবেদন করছে। কারণ এইটাই, তাদের পছন্দমতো সরকারটি নেই। শেখ হাসিনার মাধ্যমে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারতো।’
এ সময় আরও বক্তব্য রাখেন– বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন।