Homeরাজনীতিআ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি এনডিএমের

আ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি এনডিএমের


আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে তিনি এ দাবি জানান।

পরে সাংবাদিকদের ববি হাজ্জাজ বলেন, ‘জাতীয় নির্বাচন কবে, কীভাবে হবে সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে, তবে আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার প্রয়োজন।’  

গত ১৬ বছরে আওয়ামী লীগ দেশে গণহত্যা চালিয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘তারা প্রতিটি নির্বাচনে ভোট ডাকাতি করেছে। বিশেষ করে, গত বছরের জুলাই-আগস্টে নজিরবিহীন গণহত্যা সংঘটিত করেছে। ফলে দলটি এখন জনগণের কাছে সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত। আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি, সরকারিভাবে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা হোক এবং তাদের রাজনীতি নিষিদ্ধ করা হোক।’

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা স্পষ্টভাবে জানিয়েছি, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না। স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে দাঙ্গা-সংঘর্ষের আশঙ্কা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এখনই পরিস্থিতি সামলাতে পারছে না, তখনও পারবে না। তাই আগে জাতীয় নির্বাচন হওয়া জরুরি।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত