Homeরাজনীতিআমরা কোনো অস্থিরতা দেখতে চাই না: তারেক

আমরা কোনো অস্থিরতা দেখতে চাই না: তারেক


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘গত কিছুদিন যাবৎ আমরা দুঃখের সাথে লক্ষ করছি, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন; যার ফলে দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা দেখা দিয়েছে। আমি প্রথম দিকেই বলেছি, বাংলাদেশ আমরা কোনো অস্থিরতা দেখতে চাই না।’

কুমিল্লা টাউন হল মাঠে গতকাল মঙ্গলবার কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশে বহু অস্থিরতা হয়েছে। পলাতক স্বৈরাচার বাংলাদেশের অর্থনীতি, কৃষি, শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্য, বিচার ও নির্বাচনী ব্যবস্থাসহ প্রতিটি রাষ্ট্রকাঠামোকে ভেঙেচুরে গুঁড়িয়ে দিয়ে গেছে। আমরা চাই এখন দেশ গঠন করতে। আমরা চাই এখন দেশে স্থিতিশীলতা নিয়ে আসতে। কারণ, দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হয়, তাহলে দেশের স্থিতিশীলতা অত্যন্ত প্রয়োজন।’

তারেক রহমান বলেন, ‘আমরা দেখছি কিছু ব্যক্তি বা সংগঠন কথায় কথায় বলে ওঠে, বিএনপি শুধু নির্বাচন চায়। বিএনপি নির্বাচন ছাড়া কিছু বলছে না। কিন্তু বিএনপি তো একটি রাজনৈতিক দল, আমরা যেহেতু জনগণের শাসনে বিশ্বাস করি, জনগণের রাজনৈতিক শক্তিতে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিকভাবেই আমরা ভোট এবং নির্বাচন চাইব। জনগণের কাছে ভোট চাইব, দেশের মধ্যে নির্বাচন চাইব। এটি একটি স্বাভাবিক ব্যাপার।’

অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয় নিয়ে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে এমন মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘এই সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা পরিষ্কারভাবে বলে এসেছি, আমরা চাই এ সরকারকে সমর্থন করতে। আমরা চাই বর্তমান অন্তর্বর্তী সরকার সফল হোক। কারণ, বাংলাদেশের মানুষ মনে করে থাকে, এই অন্তর্বর্তী সরকার এ দেশের মানুষের অধিকার রক্ষার জন্য যা যা প্রয়োজন, সেই কাজগুলো তারা করবে। এ দেশের মানুষের কাছে রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেবে।’

মহানগর বিএনপি সূত্র বলেছে, সম্মেলনে নগরীর ২৭টি ওয়ার্ড থেকে ২ হাজার ৭২৭ জন কাউন্সিলর, ৪ হাজার প্রতিনিধিসহ প্রায় ২৫ হাজার নেতা-কর্মী অংশ নিয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি হয়েছেন উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক হয়েছেন ইউসুফ মোল্লা টিপু এবং সাংগঠনিক সম্পাদক রয়েছেন রাজিউর রহমান রাজিব। কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলী আক্কাস স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত