ছাত্র আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় ডেল্টা হেলথ কেয়ারের সামনে পুলিশের গুলিতে ইসমাঈল নিহতের ঘটনায় দায়ের করা ‘মিথ্যা মামলায়’ পাঁচ জনের নাম প্রত্যাহার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ‘ফ্যাসিবাদের দোসর’দের অপসারণের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি।
তিনি বলেন, ‘রিকশাচালক ইসমাঈল হত্যাকাণ্ডের ঘটনায় মিথ্যা মামলা করা হয়। ওই মামলায় যাদের সংশ্লিষ্টতা নেই, সেই পাঁচ জনের নাম রাষ্ট্রীয় উদ্যোগে প্রত্যাহার করতে হবে।’
তিনি বলেন, ‘ওই মামলায় যারা কোনোভাবে সংশ্লিষ্ট না এবং এজাহারেও যাদের নাম নাই, তাদের অজ্ঞাত আসামি করে ৩০২ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে। এর কুশিলব হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর তানভীর হোসেন জোহা। তার বিরুদ্ধে শেখ হাসিনার আমলে তাকে সাহায্য করার বহু অভিযোগ আছে। অনতিবিলম্বে তানভীর হোসেন জোহাকে এই প্রসিকিউশন টিম থেকে পদত্যাগ করাতে হবে।’
সংবাদ সম্মেলনে আরও ছিলেন– সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুর ইসলাম সেলিম, ঢাবি শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক সাইদ হাসান ও সদস্য সচিব ফাতিমা তাসনিম ঝুমা।