Homeরাজনীতিঅল্প সময়ে নির্বাচনের রোডম্যাপ না দিলে অস্থিরতা আরও বাড়বে: ফারুক

অল্প সময়ে নির্বাচনের রোডম্যাপ না দিলে অস্থিরতা আরও বাড়বে: ফারুক


প্রধান উপদেষ্টার উদ্দেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচন ২০২৬ এর মাঝামাঝি হতে পারে, এমন কথা বলে দেশের মানুষকে আতঙ্কিত করার কোনও প্রয়োজন নেই। সংস্কার কম সময়ের মধ্যে করে নির্বাচনের রোডম্যাপ দিন, তারিখ দিন। তাড়াতাড়ি করুন, না হলে অস্থিরতা আবার বেড়ে যাবে। আবার কোনও ষড়যন্ত্র ঢুকে পড়বে। সেই ষড়যন্ত্র রুখতে রুখতে সময় অতিবাহিত করবেন, আমরা সেটা আর গ্রহণ করতে চাই না।

সোমবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এ আয়োজন করা হয়।

অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘সরকার গত তিন দিন আগে ডেভিল হান্ট শুরু করেছে। পুলিশের ভাষ্য, তিন দিনে ১ হাজারের ওপর গ্রেফতার করা হয়েছে। জনগণের পক্ষ থেকে জানতে চাই, এই ডেভিল হান্ট কেন সময়মতো করা হলো না? সচিবালয়ে আগুন, গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর আক্রমণ হতো না যদি আপনারা সতর্ক দৃষ্টিতে ক্ষমতা গ্রহণের পরপরই ডেভিল হান্ট শুরু করতেন।’

নির্বাচনের তারিখ ঘোষণার কথা উল্লেখ করে বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘অসংখ্য আহত নেতাকর্মী যাদের চোখ নাই, হাত নাই, পা নাই। তাদের মা চোখের পানি ফেলছেন, চিকিৎসা নিতে পারছে না, তাদের দাবি আপনি আর দীর্ঘায়িত করবেন না। অনুগ্রহ করে নির্বাচনের তারিখ দিন। বিলম্বিত হলে আপনার যে গ্রহণযোগ্যতা, আপনার যে ইতিহাস সেটা কলঙ্কিত করবে আওয়ামী লীগের ডেভিল হান্টের সদস্যরা।’

আয়োজক সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জুয়েল খন্দকারের সঞ্চালনায় এ সময় আরও ছিলেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ। 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত