শফিকুল আলম, বর্তমান অবৈধ প্রশাসনের প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শিক্ষা জীবনে তিনি একজন নটরডেমিয়ান এবং ঢাবিয়ান। কোয়াইট ইম্প্রেসিভ? তবে আমি মূলত মুগ্ধ উনার স্পষ্টবাদীতায়। যখন কথা বলেন তার প্রতিটি শব্দে আত্মবিশ্বাস ঝরে পড়ে। এরকম ফুল কনফিডেন্স নিয়ে ঢাহা মিথ্যা বলতে পারাদের আমার কিঞ্চিৎ ঈর্ষা হয়।
আমি উদাহরণ হিসেবে বেশিদূর যাবোনা, আজকের একটা ঘটনার কথা দিয়েই বলি। আজ ফরেন সার্ভিস একাডেমির এক সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, আইএমএফ এর চাপে নয় কর জিডিপি অনুপাত বাড়াতে কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়িয়েছে সরকার। তিনি আরো দাবী করেন যে কর বাড়ানোতে কিছুটা ভোগান্তি হলেও দেশের ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করতে সরকারের উদ্যোগকে মেনে নিবে জনগণ। এখানে জনগণ বলতে কাদের বুঝিয়েছেন সেটা স্পষ্ট নয়।
এই সরকার জনগণের কোনরকম ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেনি। তাছাড়া জনজীবনে অতীব গুরুত্বপূর্ণ এই ব্যাপারটি নিয়ে জনগণের মতামত জানতে কোনরকম জরীপ চালিয়েছেন বলেও আমার জানা নেই।
আসল প্রসঙ্গে আসি। আমি একটু আগে ডেইলি স্টার পত্রিকার অনলাইন এডিশনে চোখ বুলাচ্ছিলাম। উপর আর নীচে একসাথে রাখা দুটো নিউজের ক্যাপশনের দিকে আমার চোখ গেল। ক্যাপশন দুটো ছিল এরকম:
ক্যাপশন- ১ “আইএমএফ এর চাপে নয়, ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়াতে ভ্যাট বৃদ্ধি: প্রেস উইং”
ক্যাপশন – ২ “কর আদায় বাড়াতে চাপ দেবে আইএমএফ” প্রথম নিউজটা দেখাচ্ছে ১ ঘন্টা আগে প্রকাশিত আর দ্বিতীয়টি মাত্র ১০ মিনিট আগে। নিতান্তই কাকতালীয় কিন্তু আশ্চর্যজনক ভাবে সম্পুর্ন বৈপরীত্যেমূলক?
আজকালকার মিডিয়াগুলির ক্যাপশন আর হেডলাইন দেখে ভেতরে কি আছে সে নিয়ে মনে যথেষ্ট সন্দেহ জাগে। আমি আগ্রহ নিয়ে দুটো নিউজই পড়ে ফেললাম। এখানে শুধু চৌম্বক অংশগুলো তুলে ধরছি।
নিউজ ১ : আইএমএফের চাপে নয়, ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়াতে সরকার কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়িয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন। আজ রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, ‘দেশের মানুষের ভালোর জন্য এবং প্রবৃদ্ধি বাড়ানোর জন্য ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়াতে হবে। এর পরিপ্রেক্ষিতেই কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে।’
নিউজ ২: আগামী মাসে আইএমএফ বোর্ডের সামনে ঋণের চতুর্থ কিস্তি দেওয়ার প্রস্তাব তোলার আগে বাংলাদেশ সরকারকে এই ঋণ কর্মসূচির প্রতি প্রতিশ্রুতি হিসেবে রাজস্ব খাতে বেশ কয়েকটি উদ্যোগসহ কিছু পরামর্শ দিয়েছে স্টাফ মিশন। এই প্রেক্ষাপটে প্রায় ১০০ পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক বাড়ানোর উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আমি আরেকবার শফিকুল আলম সাহেবের স্পষ্টবাদীতায় মুগ্ধ হলাম। আমি বাস্তবিকই উনাকে ঈর্ষা করি!
নিউজ ১ সূত্র: shorturl.at/9sAXL নিউজ ২ সূত্র: shorturl.at/u5X