বিশিষ্ট লেখিকা তাসলিমা নাসরিন তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে শহিদ বুদ্ধিজীবী দিবসে অবৈধ দখলদার ইউনুসের বিবৃতি নিয়ে লিখেছেন,পোড়া বাংলাদেশের প্রধান উপদেষ্টার উপদেষ্টা কে? কে তাঁর স্পিচ রাইটার? একাত্তরের স্বাধীনতাবিরোধীদের কোলের ওপর বসে থেকে তিনি বলছেন একাত্তরের স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি, মনে হচ্ছে, তাঁর বান্ধবী হাসিনার কোনও স্পিচ পুরোটাই নিজের বলে মনে করেছেন।
তিনি শহীদ বুদ্ধিজীবী দিবসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তির যেকোনো চক্রান্ত-ষড়যন্ত্র প্রতিহত করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন। শহীদ বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং তাদের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে মুহম্মদ ইউনুস বলেছেন, ‘শহীদ বুদ্ধিজীবী দিবস। বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন।
মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে।’ ও মাই গড। তুই তো ব্যাটা পাকিস্তানী হানাদার বাহিনীর দোসরদের সবচেয়ে বড় দোসর এখন। তুই তো তাদের স্বার্থ কায়েম করছিস গদিতে বসে। রিসেট বাটন টিপে মুক্তিযুদ্ধকে এবং একাত্তরের ইতিহাসকে উধাও করে দিয়েছিস। তুই ২৪য়ের জিহাদি আন্দোলনকে স্বাধীনতার আন্দোলন বলছিস। তোর দোসরদের দিয়ে মুক্তিযোদ্ধাদের সমস্ত ভাস্কর্য ভেঙ্গে গুঁড়ো করে, মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস পুড়িয়ে দিয়ে স্বাধীনতার জাদুঘর ধ্বংস করে দিয়েছিস। কোন মুখে তুই মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাস? দ্বৈত চরিত্রে অভিনয় করতে তো ভাল পারিস, কিন্তু দর্শকদের এত বোকা ভাবলে চলবে? কথা আছে না, আমাকে তুমি কিছুদিন বোকা বানাতে পারো, কিন্তু প্রতিদিন পারো না?
ভাবা যায় মুহম্মদ ইউনুস বলেছেন, ”বাঙালি জাতির বিজয়ের প্রাক্কালে স্বাধীনতাবিরোধীরা দেশের শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদসহ দেশের মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা ও গুম করে। তাঁদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোফাজ্জল হায়দার চৌধুরী, মুনীর চৌধুরী, আনোয়ার পাশা, শহীদুল্লাহ কায়সার, গিয়াসউদ্দিন, ডা. ফজলে রাব্বি, আবদুল আলীম চৌধুরী, সিরাজউদ্দীন হোসেন, সেলিনা পারভীন, ড. জ্যোতির্ময় গুহ ঠাকুরতাসহ আরও অনেকে। বাঙালি জাতিকে মেধাশূন্য করাই ছিল তাদের মূল উদ্দেশ্য , স্বাধীনতাবিরোধীরা এই পরিকল্পিত নৃশংস হত্যাযজ্ঞের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে পরাজয়ের জঘন্যতম প্রতিশোধ নেয়।” ও মাই গুজবাম্পস। তোর মতো স্বাধীনতাবিরোধী আছে কজন দেশে!
কিছুদিন আগেই স্বাধীনতার স্লোগান জয় বাংলা নিষিদ্ধ করেছিস। ঘাতক দালালের বিরুদ্ধে আন্দোলন করার নেতা শাহরিয়ার কবীরকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে ভরে রেখেছিস, শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের কন্যা শমী কায়সারকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে ভরে রেখেছিস। স্বাধীনতাবিরোধীদের উপদেষ্টা বানিয়ে স্বাধীনতাবিরোধী পাকিস্তানকে বন্ধু বানিয়ে, তারা যাদের হত্যা করেছে, কোন মুখে সেই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সহানুভূতি প্রকাশ করছিস? তোর স্পিচটা কে লিখে দিয়েছে রে? হাসিনা?