Homeমতামতগণতান্ত্রিক সভ্যতার ইতিহাসে ২১শে আগস্ট একটি কালো দিন

গণতান্ত্রিক সভ্যতার ইতিহাসে ২১শে আগস্ট একটি কালো দিন

আ. ফ. ম বাহাউদ্দিন নাসিম

একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলায় সকল আসামিকে খালাস দেওয়ার প্রতিবাদে একজন ভুক্তভোগী হিসেবে আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিমের বিবৃতি — বিবৃতিতে তিনি বলেন, গণতান্ত্রিক সভ্যতার ইতিহাসে ২১শে আগস্ট একটি কালো দিন। ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগ কতৃক আয়োজিত সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। যা মানবসভ্যতার ইতিহাসে একটি জঘন্যতম ঘটনা। আর আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করে সেই নৃশংসতম ঘটনায় দায়ী ব্যক্তিদের খালাস প্রদান করে নিকৃষ্টতম নজির স্থাপন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে এই নারকীয় হামলা চালানো হয়েছিল। বর্বরোচিত সেই হামলায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মারাত্মকভাবে আহত হয়েছিলেন, একটি কানের শ্রবণশক্তি চিরতরে হারিয়েছিলেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা মানববর্ম তৈরি করে জননেত্রী শেখ হাসিনার প্রাণ রক্ষা করেছিলেন। কিন্তু নারকীয় এই হামলায় ঝরে পড়েছিল নারীনেত্রী আইভি রহমান ও স্বেচ্ছাসেবক লীগের নেতা কুদ্দুস পাটোয়ারিসহ সতেজ ২৪টি প্রাণ এবং আহত হয়েছিল সহস্রাধিক নেতাকর্মী। যারা এখনো গ্রেনেডের স্প্লিন্টার শরীরে বহন করে প্রতিনয়ত মৃত্যুযন্ত্রণা ভোগ করছে। সেদিনের ঘটনায় আমিও নির্মম ও নিষ্ঠুর আঘাতে মারাত্মকভাবে আহত হই। স্প্লিন্টারের দুঃসহ যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি। সেই নারকীয় ঘটনায় নিহতের পরিবারের সদস্য ও আহতদের জন্য আজ আরেকটি দুঃস্বপ্নের দিন। নিরুপায় হওয়া বা ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায়বিচার পাওয়ার সর্বশেষ জায়গা হলো আদালত। কিন্তু সেই আদালতকে আজ ব্যবহার করে আমাদের বিচার প্রাপ্তির পথকে রুদ্ধ করা হয়েছে। আজ রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে আদালতের অন্তর্দৃষ্টি কেড়ে নেওয়া হয়েছে। বিবৃতিতে তিনি বলেন, দেশের সর্বোচ্চ আদালত কতৃক এ সমস্ত চিহ্নিত আত্মসীকারোক্তি প্রদানকারী খুনিদের খালাস দেওয়া হলো। যেটা সম্পূর্ণভাবে আইনের শাসনের ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্তরায় হয়ে দাঁড়াবে। তবে এটা এখানেই শেষ নয়। আমরা মনে করি, দেশের গণতন্ত্রকামী জনগণ যখনই সুযোগ পাবে তখনই পুনরায় উচ্চ আদালতে যাবে। আর পাশাপাশি আমরা এই নারকীয় ঘটনায় দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার সংগ্রামে নিরন্তরভাবে লিপ্ত থাকব। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত