Homeবিনোদন৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন মুগ্ধা-রাভিশ

৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন মুগ্ধা-রাভিশ


জনপ্রিয় টেলিভিশন তারকা মুগ্ধা চাপেকর ও রাভিশ দেশাই আনুষ্ঠানিকভাবে তাদের ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে রাভিশ দেশাই নিজেই বিচ্ছেদের কথা ঘোষণা করেন। খবর : বলিউড হাঙ্গামা

২০১৪ সালে জি টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘সাত্রাঙ্গি সাসুরাল’-এর সেটে প্রথম পরিচয় মুগ্ধা ও রাভিশের। সেই পরিচয় থেকেই বন্ধুত্ব, প্রেম এবং অবশেষে ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। দীর্ঘ ৯ বছর একসঙ্গে কাটানোর পর এখন আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন এ তারকা দম্পতি।

রাভিশ ইনস্টাগ্রামে লেখেন, ‘অনেক চিন্তা-ভাবনার পর মুগ্ধা এবং আমি স্বামী-স্ত্রী হিসেবে আলাদা পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত নেওয়ার এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। আমরা একসঙ্গে একটি সুন্দর সফর অতিক্রম করেছি, যেখানে ভালোবাসা, বন্ধুত্ব ও সম্মান ছিল সবসময়। এ অনুভূতিগুলো জীবনের শেষ দিন পর্যন্ত থাকবে।’
তিনি আরও জানান, বিগত এক বছর ধরেই ব্যক্তিগত জীবন নিয়ে খুবই নীরবে ছিলেন। এবার সেই নিঃশব্দতা ভেঙে যৌথ বিবৃতিতে অনুরাগীদের ও সংবাদমাধ্যমকে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন।

এরপর যৌথ এক বিবৃতিতে দুজনেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, ‘আমাদের প্রিয় ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সংবাদমাধ্যমকে অনুরোধ করছি,আপনারা আমাদের প্রতি সদয় ও সহানুভূতিশীল হোন। দয়া করে কোনো ভ্রান্ত তথ্য বা মিথ্যা গল্পে বিশ্বাস করবেন না। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ।’
তাদের এই ঘোষণায় হতবাক ভক্তরা, কারণ পর্দার বাইরে তাদের রসায়ন এবং একাধিক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত থাকার কারণে তারা বরাবরই প্রশংসিত ছিলেন।

মুগ্ধা চাপেকর ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকে প্রাচী মেহরার চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা লাভ করেন, ধারাবাহিকটি এখনো দর্শকমহলে সমাদৃত। অন্যদিকে, রাভিশ দেশাই ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিটি আর এল’ এবং ‘বিজয় ৬৯’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে পেয়েছেন নতুন করে দর্শকপ্রিয়তা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত