Homeবিনোদন২৭ বছরের পুরোনো চরিত্রের হঠাৎ বিদায়

২৭ বছরের পুরোনো চরিত্রের হঠাৎ বিদায়


Ajker Patrika

২৭ বছরের পুরোনো চরিত্রের হঠাৎ বিদায়

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ২০: ৫০

Photo

এসিপি প্রদ্যুমান চরিত্রে শিবাজি সত্যম। ছবি: সংগৃহীত

ভারতের অন্যতম পুরোনো টিভি সিরিয়াল ‘সিআইডি’। ১৯৯৮ সালে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে শুরু হয় এই ক্রাইম ফিকশনের প্রচার। এই দীর্ঘ সময়ে এতটুকুও কমেনি সিআইডির জনপ্রিয়তা। এ সিরিয়ালের মূল চরিত্র এসিপি প্রদ্যুমান। শুরু থেকেই এ চরিত্রে অভিনয় করছেন শিবাজি সত্যম। তবে হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো তাঁকে। জানা গেছে, সিআইডির নতুন পর্বে মৃত্যু হবে এসিপি প্রদ্যুমানের। এ খবর প্রকাশ্যে আসার পর খেপেছেন ভক্তরা।

সিআইডি থেকে শিবাজি সত্যমের সরে যাওয়ার গুঞ্জন আগে থেকেই ছিল। তবে গত শনিবার রাতে সনির পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়। ভক্তরা এ সিদ্ধান্তের বিরোধিতা করে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট দিচ্ছেন। দুই দশক ধরে সফলভাবে চলার পর ২০১৮ সালে শেষ হয় সিআইডির প্রথম সিজন। ছয় বছর পর সম্প্রতি আবার ফিরেছে সিরিয়ালটি। নেটফ্লিক্স, সনি এন্টারটেইনমেন্ট ও সনি লিভে দেখা যাচ্ছে সিআইডির দ্বিতীয় সিজন। তবে দ্বিতীয় সিজন শুরুর কিছু দিন না যেতেই এসিপি প্রদ্যুমান চরিত্রের আকস্মিক বিদায় মানতে পারছেন না কেউ। জানা গেছে, এক বোমা বিস্ফোরণের ঘটনায় মারা যাবে চরিত্রটি। এ দৃশ্যের শুটিং হয়ে গেছে। শিগগিরই প্রচারিত হবে।

তবে সিআইডি থেকে বিদায়ের বিষয়টি নিজেই জানেন না শিবাজি সত্যম। বোম্বে টাইমসকে অভিনেতা বলেন, ‘আমি কিছু দিনের ছুটিতে আছি। আপাতত শুটিং করছি না। চরিত্রটি শেষ হচ্ছে কি না, এ বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি। যদি সেটা হয়, তাতে আমার কোনো আপত্তি নেই। এ চরিত্রে অভিনয় করে আনন্দ পেয়েছি। এটা দারুণ জার্নি ছিল।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত