Homeবিনোদন২৭ জানুয়ারি ফ্যামিলি ফিউড ফেব্রুয়ারিতে নতুন গান

২৭ জানুয়ারি ফ্যামিলি ফিউড ফেব্রুয়ারিতে নতুন গান


বাংলাদেশে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি শো ‘ফ্যামিলি ফিউড’। আগেই জানা গিয়েছিল, অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন গায়ক ও অভিনেতা তাহসান খান। এবার সম্প্রচারের পালা। ২৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ফ্যামিলি ফিউডের প্রচার। প্রতি সোমবার রাত ৯টায় এনটিভিতে প্রচারিত হবে অনুষ্ঠানটি। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতেও দেখা যাবে ফ্যামিলি ফিউড।

ফ্যামিলি ফিউড বাংলাদেশে থাকছে ২৪টি পর্ব। প্রতি পর্বে দুটি পরিবার অংশ নেবে। থাকবে তিনটি রাউন্ড। নানা বিষয়ে জরিপ করা প্রশ্নের সেরা উত্তরগুলো অনুমান করে পয়েন্ট জিতে নেওয়ার পাশাপাশি থাকছে নগদ পুরস্কার ও বিশেষ উপহার। আনন্দ, উত্তেজনা ও বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায় পরিপূর্ণ এই অনুষ্ঠানে থাকবে বেশ কয়েকটি স্পেশাল পর্ব। এই পর্বগুলোয় দেখা মিলবে মনোজ প্রামাণিক, শাহনাজ খুশি, বৃন্দাবন দাশ, মৌসুমী মৌ ও মারিয়া কিসপট্টার মতো তারকাদের।

ফ্যামিলি ফিউড অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরতে গতকাল একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তাহসান বলেন, ‘বিশ্বব্যাপী ৭৫টির বেশি দেশের মানুষের মন জয় করে বাংলাদেশে এসেছে ফ্যামিলি ফিউড। প্রথমবারের মতো এমন একটি আন্তর্জাতিক শোতে আমি হোস্টিং করতে পেরে অত্যন্ত সম্মানিত ও আনন্দিত। আমাদের সংস্কৃতির সঙ্গে মানানসই এই অনুষ্ঠান পারিবারিক সম্পর্ক এবং বন্ধনের গুরুত্ব তুলে ধরে।’

এদিকে আগামী ভালোবাসা দিবস উপলক্ষে চারটি গান নিয়ে আসছেন তাহসান। একাধিক বাংলা গানের সঙ্গে থাকছে একটি ইংরেজি গানও। তাহসান বলেন, ‘একটা সময় ভালোবাসা দিবস উপলক্ষে আমার অনেক নাটক ও গান প্রকাশ পেত। কয়েক বছর ধরে অভিনয় কম করছি। এবার ভালোবাসা দিবস উপলক্ষে বেশ কয়েকটি গান আসবে। ঈদে মুক্তির অপেক্ষায় “জংলি” সিনেমার “জনম জনম” গানটি ভালোবাসা দিবসে প্রকাশ পাবে। “উইন্টার সং” শিরোনামে একটি ইংরেজি গান আসবে। এটি নিয়ে আমি খুব এক্সাইটেড। খুব সুন্দর একটি ভিডিও হয়েছে। এ ছাড়া তাহসান প্লে লিস্টের দ্বিতীয় সিজন শুরু হচ্ছে এ বছর। এবারের আয়োজনে মোট সাতটি গান থাকবে। দুটি গান ফেব্রুয়ারিতে রিলিজ হবে। এই প্রজেক্টের মাধ্যমে পুরোনো গানের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়া হবে। প্রথম সিজনে শুধু পিয়ানো দিয়ে করলেও এবার বড় পরিসরে করা হচ্ছে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত