Homeবিনোদন১০ ব্যান্ডের রক ‘দ্য ক্যাপিটাল’

১০ ব্যান্ডের রক ‘দ্য ক্যাপিটাল’


আসছে শীত। শুরু হচ্ছে কনসার্টের মৌসুম। এরই ধারাবাহিকতায় ১৫ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার ৩০০ ফিটে একটি কনসার্টের আয়োজন করেছে মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। যেখানে দেশসেরা ১০টি ব্যান্ড পারফর্ম করবে। প্রতি বছরই নভেম্বর ও ডিসেম্বর মাসে ঢাকা ও ঢাকার বাইরে শীতের সময় অসংখ্য কনসার্টের আয়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এরই মধ্যে বেশকিছু কনসার্টের খবর পাওয়া গেছে। ‘দ্য ক্যাপিটাল’ শিরোনামের কনসার্ট তার মধ্যে অন্যতম। আয়োজন নিয়ে মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশনের পক্ষে থেকে কালবেলাকে জানানো হয়, এরই মধ্যে তারা আটটি ব্যান্ডের নাম ঘোষণা করেছে। এ ছাড়া দুটি ব্যান্ড শ্রোতাদের জন্য সারপ্রাইজ রাখা হয়েছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে বছরের সবচেয়ে বড় কনসার্ট উপহার পেতে যাচ্ছে দর্শক। কনসার্টে পারফর্মের জন্য এখন পর্যন্ত যেসব ব্যান্ড নিশ্চিত করা হয়েছে—ফিডব্যাক, অ্যাশেজ, শিরোনামহীন, কাকতাল, ওয়ারফেজ, আফটারম্যাথ, আর্বোভাইরাস ও হাইওয়ে।

১৫ নভেম্বর দুপুর ১২টায় গেট খুলে দেওয়া হবে। এরপর কনসার্ট শুরু হবে বিকেল ৩টায়। কনসার্টের প্রবেশমূল্য ধরা হয়েছে দুই ধাপে। জেনারেল টিকিট ৯৯৯ আর ভিআইপি ১৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত