Homeবিনোদনহানিমুনে গেলেন তাহসান-রোজা  | কালবেলা

হানিমুনে গেলেন তাহসান-রোজা  | কালবেলা


তাহসান রহমান খান সংগীতশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন। পরবর্তী সময়ে নাটকে অভিনয় ও সিনেমার নায়ক হিসেবে আলোচিত হন তিনি। বছরজুড়েই ভক্তদের ভালোবাসায় সিক্ত হন তাহসান।

মিথিলার সঙ্গে যখন বিচ্ছেদ হয়, ঠিক সেই সময়েও ভক্তরা তার পাশে ছিলেন। তবে নতুন জীবনে কবে প্রবেশ করছেন এটি নিয়ে তাহসান ফ্যানদের মনে নানা প্রশ্ন ছিল। অবশেষে নতুন বছরে জীবনসঙ্গীর গলায় মালা পরিয়েছেন এই শিল্পী। বিয়ে করে ভালোবাসায় সিক্ত হচ্ছেন তাহসান।

তাহসানের স্ত্রী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ এখন টক অব দ্য কান্ট্রি। কারণ, কত তরুণীর মন ভেঙে বিয়ে করলেন জনপ্রিয় এই শিল্পী। নেটিজেনদের শুভকামনায় এখনও ভাসছেন নবদম্পতি।

তাহসান কালবেলাকে জানিয়েছিলেন, পারিবারিকভাবেই রোজার সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। খুব অল্প সময়ের পরিচয় থেকেই বিয়ের পিঁড়িতে বসেছেন তারা।

এবার হানিমুনে গেলেন তাহসান-রোজা। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৮টা ৫৫ মিনিটে ঢাকা থেকে উড়োজাহাজে মালদ্বীপে গেছেন এই দম্পতি।

জানা গেছে, কিছুদিন মালদ্বীপে একান্তে সময় কাটাবেন তাহসান-রোজা। এরপর নতুন গানের কাজে সময় দেবেন তাহসান।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত