Homeবিনোদনহানিফ সংকেতের ঈদের নাটক ‘ঘরের কথা ঘরেই থাক’

হানিফ সংকেতের ঈদের নাটক ‘ঘরের কথা ঘরেই থাক’


ম্যাগাজিন অনুষ্ঠানের পাশাপাশি প্রতি ঈদে নাটক নির্মাণ করেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। এবার রোজার ঈদেও তিনি নিয়ে আসছেন নতুন নাটক। নাম ‘ঘরের কথা ঘরেই থাক’।

হানিফ সংকেতের নাটকের নামে যেমন ভিন্নতা থাকে, গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ ও বৈচিত্র্য। প্রতিটি নাটকেই তিনি তুলে ধরেন একটি সামাজিক বক্তব্য। ঘরের কথা ঘরেই থাক নাটকের গল্প তৈরি হয়েছে শাহেদ ও সুমী নামের এক দম্পতিকে ঘিরে। প্রায় প্রতিদিনই তাদের পরিবারে দাম্পত্য কলহ লেগে থাকে। তাদের চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা অতিষ্ঠ। শাহেদ কিছুটা শান্ত প্রকৃতির। বন্ধুবান্ধবের সঙ্গে সে এই সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা করে। বন্ধুরা তার স্ত্রীর রাগ কমানোর জন্য বিভিন্ন পরামর্শ দিতে থাকে। বন্ধুদের পরামর্শ অনুযায়ী কাজ করতে গিয়ে সমস্যা আরও বাড়ে। তারপর ঘটনাচক্রে আসে এক মাস্তান। দ্রুত পরিস্থিতি পাল্টাতে থাকে। এভাবেই এগিয়েছে ঘরের কথা ঘরেই থাক নাটকের কাহিনি।

‘ঘরের কথা ঘরেই থাক’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সামিরা খান মাহি, সালাহউদ্দিন লাভলু, আব্দুল্লাহ রানা, সাইদুর রহমান পাভেল, সুভাশিষ ভৌমিক, আঞ্জুমান আরা শিরিন, সুজাত শিমুল প্রমুখ।

নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন রাজিব।

ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে নাটকটি। এটিএন কর্তৃপক্ষ জানায়, প্রতি ঈদেই দর্শকেরা পরিবার নিয়ে হানিফ সংকেতের নাটক দেখতে বসেন। তাঁর নাটক সব সময়ই পারিবারিক নাটক হয়, যা শিক্ষণীয় এবং বক্তব্যধর্মী। তাই বরাবরের মতো এবারও নাটকটি দর্শকদের মন জয় করতে পারবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত